Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ : পুলিশ স্বামীর বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

 মাদারীপুর জেলা সংবাদদাতা : ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন ও গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগে পুলিশ সদস্য স্বামী মফিজুর রহমান রিপনসহ ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন সুর্বনা আক্তার বন্যা (২১) নামে এক গৃহবধূ। ট্রাইবুনালের বিচারক আবু নাসের মো: জাহাঙ্গীর আলম মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদেশ দেন। 

মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের গোলাম মাওলা হাওলাদারের মেয়ে সুবর্ণা আক্তার বন্যার সাথে একই গ্রামের সোনামদ্দিন হাওলাদারের ছেলে পুলিশ সদস্য মফিজুর রহমান রিপনের বিয়ে হয় (বর্তমানে পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত)। বিয়ের পর থেকে স্ত্রী সুবর্ণার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল রিপন। এ নিয়ে তাদের মধ্যে দ্ব›দ্ব চলছিল। যৌতুক না পেয়ে মাঝে মধ্যেই সুবর্ণার উপর অমানবিক নির্যাতন চালাতো রিপন ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে সুবর্ণার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তাকে গলা টিপে হত্যার চেষ্টা চালায় স্বামী ও তার পরিবারের সদস্যরা। মুর্মূর্ষ অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে সুবর্ণা আক্তার বন্যা বাদী হয়ে পুলিশ সদস্য স্বামী মফিজুর রহমান রিপনসহ ৮জনকে আসামী করে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ