পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : দেশের আর্থিকখাতে সব প্রতিষ্ঠানকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ক ১০টি পরামর্শ দিয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার দুপুরে গণমাধ্যমেও এ বিষয়ক পরামর্শ বার্তাটি পাঠানো হয়।
প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো এ বার্তায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সাইবার নিরাপত্তা গভর্নেন্স গ্রহণ ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করতে হবে। প্রযুক্তিগত দুর্বলতা মূল্যায়ন করে যে কোন সাইবার বা কারিগরী আক্রমণ মোকাবেলার জন্য পরিকল্পনার কথা বলা হয়। সেই সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারির জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণসহ নানা পরামর্শ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।