বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আমার বাবা এডভোকেট সিরাজুল হক সাহেব সুপ্রিম কোর্ট থেকে আয়করে আমার জীবন গড়ে তুলেছেন তাই আমি সুপ্রিম কোর্টের কোন ক্ষতি চাইনা। শুধ ুতাই নয় আমি সুপ্রিম কোর্টের কোন ক্ষতি হতে দিবো না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীতে জেলা আইনজীবী সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি জেনেছি, পত্র-পত্রিকায় পড়েছি এবং শুনেছি প্রধানবিচারপতি মহোদয় অনেক কথা বলেছেন। তিনি বলেন, যেসব কথা আমার কানে এসেছে, সেসব কথার জবাব আমি দিবো না। ’তিনি বলেন, ‘আজকে যদি আমি প্রধান বিচারপতির প্রত্যেকটা কথার জবাব দিতে পারি কিংবা জবাব দেই তাহলে হয়তো আমার আর ওনার মধ্যে বাক-বিতন্ডা হতে পারে। এতে অপকার হবে প্রতিষ্ঠানের, অপকার হবে সুপ্রিম কোর্টের। আমি সুপ্রিম কোর্টের সাথে সেই বেঈমানী করতে পারবোনা।’
তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন, বর্তমানে ৫টি জেলায় জেলা জজের পদ খালি থাকার কথা বলা হলেও প্রকৃতপক্ষে দুটি জেলায় জেলা জজের পদ খালি আছে। এ সময় এদুটি পদ খালি থাকার কারণও তিনি ব্যাখ্যা করেন। এডভোকেট আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুল বাসেত মজুমদার, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীবসহ অন্যরা বক্তৃতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।