বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলটে মাহে রামাদ্বানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে গতকাল শুক্রবার সিলেট নগরীতে স্বাগত র্যালী বের করা হয়। সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মসজিদের সামনে থেকে র্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তালামীযের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় সদস্য সুহাইল আহমদ তালুকদার। সমাবেশে বক্তারা বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে সর্বস্তরের মুসলমানদের কুরআন শিক্ষায় মনোনিবেশ করা উচিত। রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের নৈতিক দায়িত্ব। পাশাপাশি দিনের বেলায় সকল হোটেল রেস্তোরা বন্ধ রাখা, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান বক্তারা। এসময় আরো উপিস্থত ছিলেন সিলেট পূর্ব জেলার সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট মহানগরীর সহ-সভাপতি শেখ শফিউদ্দিন, মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক আহমদ শরীফ, পশ্চিম জেলার সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, পূর্ব জেলার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান, পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক আলী হায়দার, মহানগরীর সহ-প্রচার সম্পাদক আব্দুল আজিম ফারহান, এম সি কলেজের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, মহানগরীর অফিস সম্পাদক মারুফ আহমদ, সহ-অফিস সম্পাদক পিয়ার হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজাদ হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান সাব্বির, আফরুজ্জামান, মিনহাজ উদ্দিন, সেলিম আহমদ, এইচ কে নোমান, আব্দুল কাদির, জুনেদ আহমদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।