Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আরিয়ানা গ্রান্ডেকে গান উৎসর্গ করলেন মাইলি সাইরাস

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

‘দ্য ভয়েস’ রিয়েলিটি শোতে করা পারফরমেন্স মাইলি সাইরাস গায়িকা আরিয়ানা গ্রান্ডে এবং ম্যানচেস্টার অ্যারেনাতে গ্রান্ডে’র সা¤প্রতিক সন্ত্রাসবাদী আক্রমণে হতাহতদের উদ্দেশে উৎসর্গ করেছেন। গত সোমবারের এই আক্রমণে ২২ জন নিহত এবং ৫৯ জন আহত হয়।
গানের রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর শেষ অংশে সাইরাস মঞ্চে আসেন এবং তার নতুন গান ‘ম্যালিবু’ গেয়ে শোনান। গান শুরু করার আগে তিনি সেটি গ্রান্ডে’র কনসার্টে নিহতদের উদ্দেশে উৎসর্গ করেন।
“আমি এই গানটি আমার বন্ধু আরিয়ানা গ্রান্ডে এবং গত সোমবারের ভয়াবহ সন্ত্রাসী আক্রমণের শিকারদের উদ্দেশে উৎসর্গ করতে চাই। আমরা আপনাদের সঙ্গে আছি,” সাইরাস বলেন।
সাইরাস ‘দ্য ভয়েস’-এর স¤প্রতি সমাপ্ত ১২তম মৌসুমে সংশ্লিষ্ট না থেকেও অতিথি হিসেবে পর্বটিতে পারফর্ম করেন। আগামী মৌসুমে তিনি আবার কোচ হিসেবে যোগ দেবেন।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ