Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসেনপুরে এক রাতে ৩ দোকানে চুরি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হোসেনপুর পৌর সদর বাজারের হাই স্কুল মার্কেটে বৃহস্পতিবার গভীর রাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের চালের টিন খুলে ঘরে প্রবেশ করে নগদ টাকা, কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা, ক্যাবল, পেনড্রাইভ চুরি করে নিয়ে গেছে। নিঃস্ব দোকান মালিকরা জানান, এতে তাদের কম্পিউটরে রক্ষিত অনেক মূল্যবান ডকুমেন্ট, তাদের ব্যক্তিগত ও গ্রাহকের অনেক ক্ষতি হয়েছে। আইটি ভিশনের মালিক জাকির হোসেন পল্লবের দোকান থেকে ৩টি ল্যাপটব, ১টি ক্যামেরা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল, আলভী কম্পিউটারের দোকান মালিক ইসতিয়াক আহমেদের দোকান থেকে ১টি ল্যাবটপ, ১টি ক্যামেরা নগদ ৩ হাজার টাকা, এ্যাপেল ট্যাব ৪টি মোবাইল ফোনসহ প্রায় ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল এবং কলা ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানের তালা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ