Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৬

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৬ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শহরের পেট্রোলপাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সাহানুর ইসলামের হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের হায়দার হোসেনের ছেলে লোকমান হোসেন (২৫)। নিহতের আত্মীয়-স্বজনরা জানান, রফিকুল দুবাইয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে সে ঢাকায় আসে। ঢাকা থেকে নিজ বাড়ীতে আসার পথে জলঢাকায় এ দুর্ঘটনা ঘটে। জলঢাকা থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, শহরের পেট্রোল পাম্প এলাকায় ঢাকা থেকে ডিমলা মুখী একটি মাইক্রোবাস সড়কের ধারে দাড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। থানা পুলিশ ও জলঢাকা ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে দুইজনকে নিহত অবস্থায় ও ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে মাইক্রোচালকের কোন খোজ পাওয়া যায়নি। মাইক্রো ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ