Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাফলংয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ ৪

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস
সিলেটের গোয়াইঘাট উপজলো জাফলং নয়াবস্তিতে দুবৃত্তদের দেয়া আগুনে চার ব্যাক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের আলতাফ আলী ছেলে আরফান মিয়া (৪৫), কাজিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩০), সামছুল হকের ছেলে সুজন (২৮) ও আব্দুল মালকির ছেলে সুহেল আহমদ (২৫)। তাদের মধ্যে আরফান মিয়া ও মতিউর রহমানের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত দুইটার দিকে খাটের পাশে খোলা জানালা দিয়ে দুবৃত্তরা পেট্রোল বা কোরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে আগুন নিভায়। এছাড়া তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত আরফান মিয়া জানান, রাত ২টার দিকে তাদের বসত ঘরে আগুন দেখতে পান। এ সময় তিনি ও আহত মতিউর উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি অভিযোগ করে বলেন, আমরা যখন বাঁচার চেষ্টা করছি, ঠিক তখন আলমাছ ও আক্তার এ দুই জনকে দৌঁড়ে পালাতে দেখেছি। আমাদের ধারণা তারাই আগুন ধরিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বসতঘরে মালিক ওয়েস আহমদ জানান, পূর্ব শত্রæতার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সরদার জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটায় এখনো কোন অভিযোগ থানায় আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ