রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামে প্রতিপক্ষের হামলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আঃ জলিল (৩০) আহত হয়েছে। গুরুতর আহত জলিল জমাদ্দারকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জলিল উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত কাদের জমাদ্দারের পুত্র। আহতের স্ত্রী আকলিমা বেগম জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার স্বামী জলিল নোসেমান বিবি (৬০) ও তার নাতি ৫ম শ্রেণীর ছাত্রী সাইমুন (১০) নামের দুই যাত্রী নিয়ে স্থানীয় পশ্চিম পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। তুচ্ছ ঘটনার জের মেটাতে এসময় ওৎ পেতে থাকা প্রতিবেশি মনির হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার মটর সাইকেলের গতি রোধ করে তার স্বামী জলিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জলিল গুরুতর আহত হয় এবং তার সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসময় ওই মামলায় মোটরসাইকেলে থাকা দুই যাত্রীও আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। লিখিত পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।