Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঘুষ দিতে এসে টাকাসহ যুবক গ্রেফতার

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় জেলা প্রশাসনে ঘুষ দিতে এসে ৫ লাখ টাকাসহ এক যুবককে পুলিশে দিলেন মাগুরা জেলা প্রশাসন মোঃ আতিকুর রহমান। মাগুরা জেলা প্রশাসনে গত বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা চলাকালে তৈহিদুর রহমান নামে এক যুবক মাগুরার জেলা প্রশাসকের অফিসে ঢোকেন। এ সময় অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয়ে ০১৮৮২১২৬২৩৬ নম্বর থেকে জেলা প্রশাসকের সরকারি মোবাইলে কল আসে। এ সময় জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি তার গানম্যান আকবর হোসেনকে ডেকে উক্ত তৈহিদুরকে তল্লাশী করলে তার তার কাছে একটি পলিথিনের ব্যাগে নগদ ৫ লাখ টাকা, মাগুরার শ্রীপুর উপজেলার শিহাব উদ্দিন নামে এক ব্যাক্তির নামে নিয়োগ পরীক্ষার প্রশেপত্র ও তিনটি মোবাইল সেট পাওয়া যায়। এ অবস্থায় জেলা প্রশাসক পুলিশকে খবর দিলে পুরিশ এসে তাকে গ্রেফতার করে। রাতেই তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক ফরিদপুর উপজেলার মধুপুর উপজেলার কুরানির চর এলাকার বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ