Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি দখলে বাধা দেয়ায় শিশু ও মহিলাসহ আহত ৩

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
শ্রীপুরে কৃষক পরিবারের বিরোধকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষক পরিবার বাধা দিতে গেলে প্রতিপক্ষ প্রভাবশালীদের হামলায় শিশু ও মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়। আহতদেরকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে কৃষক বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, বেলতলী গ্রামের কৃষক নজরুল ইসলামের দীর্ঘ ১৮ বছর পূর্বে জমি ক্রয় করে চাষাবাদসহ ভোগদখলে রয়েছেন। একই এলাকার রাজ্জাক, আলম মিয়া, আজিমুদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত নামা ৮/১০জন দা, লাঠি নিয়ে কৃষকের দখলকৃত জমি জোরপূর্বক দখল করে বাড়িঘর নির্মানের চেষ্টা করে। এসময় কৃষক পরিবারের লোকজন বাধা দিলে শিমু ও মহিলাসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন- কৃষকের শিশু ছেলে নাজমুল হাসান (১০), তার স্ত্রী মোছা: নুরজাহান ও শ্যালিকা হাবিজা খাতুন। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ