Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ৩:৩৬ পিএম

জাবি সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আরাফাত মারা গেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সাভারে একটি বেসরকারি মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নরসিংদী।

এর আগে শুক্রবার ভোরে একই ঘটনায় মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের নাজমুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হন।

সূত্র জানায়, নাজমুল হাসান রানা ও আরাফাত সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশা যোগে ক্যাম্পাসে ফিরছিলেন। তাদের রিকশা সিএমবি ও বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হলসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ