Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা হত্যার প্রতিবাদে খুলনায় শনিবার হরতাল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ২:৪৬ পিএম

খুলনা ব্যুরো : দেহরক্ষীসহ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে হত্যার প্রতিবাদে শনিবার খুলনায় আধাবেলা হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর ও জেলা বিএনপি

শুক্রবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার কালোব্যাজ ধারণ, আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরী ও জেলায় অর্ধদিবস হরতাল এবং রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।

এর আর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাসভবন (ফুলতলার নতুনহাট) সংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানে দেহরক্ষীসহ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন মিঠুর শ্বশুর ও অপর এক দেহরক্ষী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ