বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিক্ষার্থী।
শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান রানা (২৪) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী। সে আলবেরুনী হলের আবাসিক ছাত্র ছিল। নিহত শিক্ষার্থী পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
আহত মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাতকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, ভোরে দুই শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও আরাফাত সাভারের কলমা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় সড়ক পারাপারের সময় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।