বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীতে গত বুধবার রাতে ছেলের হাতে মা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারাত্বকভাবে আহত মাকে সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় ছেলে। কোতয়ালী থানা পুলিশ জানায়, ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় একটি ভাড়া বাড়ীতে বসবাস করতেন বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও তার পরিবার। গত ২দিন আগে জরুরী কাজে নজরুল ইসলাম ঢাকায় যাবার সুযোগ নিয়ে তার ছেলে আবদুস সাদি বুধবার সন্ধ্যায় মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এরই একপর্যায়ে সাদি তার মাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথার আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে মা ফাতেমা পারভীন মারা যায়। এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম কোতয়ালী থানায় ছেলে আবদুস সাদিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, লাশটি ডায়াবেটিক সমিতির হিমঘর থেকে মর্গে প্রেরন করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে। নিহতের বোন মারিয়া তামান্না জানান, তার ভাই বিভিন্ন সময় বাবা-মায়ের কাছে দামী মোবাইল, ল্যাবটপ, মোটরসাইকেল দাবি করে আসছিল। তার এ দাবি পূরন না করায় সে মাঝে মধ্যেই বাবা-মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।