Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুণঃ নির্বাচন দাবী ২ প্রার্থীর বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস ঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচন চলাকালেই বেলা সাড়ে ১২টায় পরাজিত জেপি প্রার্থী আমিণুল ইসলাম সরকার পিন্টু , আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোল্য়ামান আলী মাষ্টার প্রভাব বিস্তার ও ভোট প্রদানে বাধা সৃষ্টির অভিযোগ এনে নিজেদের প্রত্যাহার করে নেন ।
উল্লেখ্য গত বছরের ২৮ ফেব্রæয়ারী সারা দেশে জেলা পরিষদ নির্বাচনের জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম পিন্টু উচ্চ আদালতে মামলা করলে চেয়ারম্যান পদে ভোট স্থগিত হয়। পুনরায় চলতি বছরের ২৫ এপ্রিল আবারো নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করলে অন্য একটি মামলায় আবারো ভোট স্থগিত হয়ে যায়। সর্বশেষে পুণরায় ২৫ মে চেয়ারম্যান পদে ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভোটে কারচুপির বিষয়ে কোন প্রার্থী কোন অভিযোগ করেনি। মোট ১হাজার ৬শ’২ ভোটের মধ্যে ভোট প্রদান করেছে ১ হাজার ৫শ ৫৩ জন ভোটার। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ডা. মকবুল হোসেন ১হাজার ৩শ’ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ সোলাইমান আলী পেয়েছেন ১শ’৩২ ভোট।
তবে নির্বাচনে পরাজিত জেপি প্রার্থী আমিণুল ইসলাম সরকার পিন্টু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোল্য়ামান আলী মাষ্টার বেলা সাড়ে ১২ টায় আওয়ামীলীগ নেতা কর্মিদের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও ভোট প্রদানে বাধা সৃষ্টির অভিযোগ এনে নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। বগুড়া প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা লিখিত ভাবে ভোট থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দিয়ে পুণঃ নির্বাচন দাবী করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ