Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাউন্ট কার্সটেন্জ পিরামিডে যাচ্ছেন মুসা ইব্রাহীম

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টর : সেভেন সামিট অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত পাপুয়া নিউগিনি’র মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযান শুরু করছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। নীলসাগর গ্রæপ মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযান উপলক্ষে বনানীর নরডিক হোটেলে সংবাদ সম্মেলনে অভিযানের পতাকা মুসা ইব্রাহীমের হাতে তুলে দেন নীলসাগর গ্রæপের নির্বাহী পরিচালক আরমান হাবিব। এভারেস্ট একাডেমি ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ এই অভিযান আয়োজন করছে। এই বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশন টু মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযানে মুসা ইব্রাহীমের সাথে যোগ দিচ্ছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

আগামী ২৯ মে মুসা ইব্রাহীম ইন্দোনেশিয়া হয়ে পাপুয়া নিউ গিনি’র উদ্দেশ্যে যাত্রা করবেন। ১৬ হাজার ২৩ ফুটের মাউন্ট কার্সটেন্জ পিরামিড অস্ট্রেলেশিয়ার সর্বোচ্চ পর্বত হিসাবে অন্তর্ভুক্ত।
বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চূঁড়া জয়ের যে অভিযান, সেই সেভেন সামিট-এর দিকে মুসা ইব্রাহীমের এটি পঞ্চম অভিযান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ