Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী  বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি  বলেছেন,  বর্তমান সরকার শুধু জনগণের বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করছে না, একই সাথে জনগণের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে। কারণ বর্তমান সরকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে “মামলা জট নিরসনে জেলা লিগ্যাল এইড অফিসের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সাংবিধানিকভাবে ন্যায়বিচার প্রাপ্তি, অবাধ বিচার, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার এবং আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করেছে। সাংবিধানিক সুরক্ষা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রের একজন দরিদ্র-অসহায় নাগরিককে তাঁর অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে পুরোপুরি সমর্থ হবে না যদি কিছু আইনি সহায়তা নিয়ে তার পাশে না দাঁড়ানো যায়।
তিনি বলেন, অধস্তন আদালতগুলোতে প্রায় ২৮ লাখ মামলাজট রয়েছে। এ মামলাজটের কবল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কোন বিকল্প নেই।  ইতিপূর্বে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করে বেশ কিছু আইন প্রণয়ন করা হলেও জেলা পর্যায়ে এ বিষয়ে কাজ করার জন্য কোন অফিস না থাকায় জনগণ এসকল আইনের সুফল পাচ্ছিল না। বর্তমানে মামলাজট নিরসনে জেলা ‘লিগ্যাল এইড অফিসগুলো’কে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে কাজে লাগানোর বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ সংশোধন করা হয়েছে।  
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং অতিরিক্ত সচিব  মো. মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ