Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজি মাধ্যমের স্কুলে সেশন ফি’ নয় -হাইকোর্ট

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইংরেজি মাধ্যমের স্কুলে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর পুনরায় ভর্তি বা  সেশন ফির নামে অর্থ আদায় নিষিদ্ধ করে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের স্কুল পরিচালনায় ম্যানেজিং কমিটি গঠন, জাতীয় দিবস পালন,  দেশীয় সংস্কৃতিসহ বাংলাকে গুরুত্ব দিতে  বেশ কিছু নির্দেশনা এসেছে এই রায়ে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি  মো. বদরুজ্জামানের  বেঞ্চ এই রায়  দেয়।  রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অনিক আর হক ও জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। বদরুদ্দোজা বাদল পরে সাংবাদিকদের বলেন, আদালত বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। এ রায় পাওয়ার এক মাসের মধ্যে নির্দেশনাগুলো পরিপত্র আকারে জারি করে সব ইংরেজি মাধ্যমের স্কুলে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা-তা প্রতি তিনমাস পর পর প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।  
অভিভাবকদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ২০১৪ সালের ২৩ এপ্রিল  হাইকোর্ট ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি বা সেশন চার্জ আদায়  থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশ দিয়েছিল। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ওই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
এর আগে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ অন্তর্বতীকালীন ওই আদেশ দেয়।
তার আগে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করেন দুই শিক্ষার্থীর অভিভাবক। ওই আবেদনের শুনানি করে আদালত রুল দেয়। ইংরেজি মাধ্যম স্কুলে মাসিক  বেতন, পুনঃভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে নীতিমালা তৈরি এবং তদারক সেল গঠনের নির্দেশ কেন  দেয়া হবে না, তা জানতে চাওয়া হয় সেখানে। শিক্ষা সচিব, আইন সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। দুটি রুলের ওপর একসঙ্গে চূড়ান্ত শুনানি শেষে রায় দিল হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ