Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

২ কোটি ৩০ লাখ মার্কিনিকে ঝুঁকিতে ফেলবে ট্রাম্পের স্বাস্থ্য সুরক্ষা বিল সিবিও-এর প্রতিবেদন

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের পাস করা স্বাস্থ্য সুরক্ষা বিলটি ২ কোটি ৩০ লাখ মার্কিনিকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আইন পর্যালোচনাকারী নির্দলীয় সংস্থা কংগ্রেসনাল বাজেট অফিস। তাদের আশঙ্কা, ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত এই বিলে ১১৯ বিলিয়ন ডলার ঘাটতি থাকবে। বুধবার (২৪ মে) কংগ্রেসনাল বাজেট অফিস এ সতর্কতা দেয়।
নির্বাচনি প্রচারণার সময়ই ওবামা কেয়ার বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ওবামা প্রশাসনের স্বাস্থ্যসুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেন। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত স্বাস্থ্য বিল। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এ বিলটি আইনে পরিণত করতে উচ্চ কক্ষ সিনেটেরও অনুমোদন নিতে হবে।  
মার্কিন আইন নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কংগ্রেসনাল বাজেট অফিস বলছে, ট্রাম্পের স্বাস্থ্য বিলটি মার্কিন জনগণের জন্য ভালো ফল বয়ে আনবে না। এ বিলটি আইনে পরিণত হলে, ২০১৮ সাল নাগাদ ১ কোটি ৪০ লাখ মার্কিনি ইন্সুরেন্সহীন হয়ে পড়বে। আর পরবর্তী দশকে ২ কোটি ৩০ লাখ মানুষের স্বাস্থ্যবীমা থাকবে না। এতে, নিম্ন আয়ের মানুষরা বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পঘোষিত স্বাস্থ্যবিলে ওবামা কেয়ারের কিছু প্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের আওতায় সুস্বাস্থ্য ও অসুস্থ ব্যক্তিকে একই হারে ইন্সুরেন্স পরিশোধের জন্য ইন্সুরেন্স কোম্পানিগুলোকে চাপ দেওয়া হতো। কিন্তু ট্রাম্পের আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নামের স্বাস্থ্যবিলে তা নেই।
তবে কংগ্রেসনাল বাজেট অফিসের(সিবিও) ওই রিপোর্ট জানায়, এই সংশোধনীর কারণে অসুস্থদের অনেকেরই এই সেবা পাওয়া অসম্ভব হয়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, যারা অপেক্ষাকৃত কম সুস্থ তারা বর্তমান আইনের মতো আর ইনস্যুরেন্স সুবিধা নেওয়ার মতো সক্ষম থাকবেন না।’
আরেকটি বিষয়ও পাল্টে যাবে যেখানে অঙ্গরাজ্যগুলো নির্ধারণ করতে পারবে ইনসুরেন্স দাতারা মাতৃত্বকালীন সেবা কিংবা ওষুধের জন্য সুবিধা ভাতা দিতে পারবে কিনা। অথচ বর্তমান আইনে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য তা বাধ্যতামূলক। নতুন এই বিল ওবামাকেয়ারের অনেক ট্যাক্স বাতিল করে দিবে যেটা বেসরকারি স্বাস্থ্যখাতে কাজে লাগতো। দরিদ্র ও অক্ষম মানুষদের জন্য সরকারি সেবা অনেকটা পিছিয়ে পড়বে।
কংগ্রেসনাল বাজেট অফিসের এ প্রতিবেদনের পর ডেমোক্র্যাটরা নতুন করে ট্রাম্পের বিরোধিতা করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
পর্যবেক্ষক সংস্থাটির এমন প্রতিবেদনে সংশয়ে পড়েছে রিপাবলিকানরাও। তাদের অনেকেই এখন নিজেদের এই স্বাস্থ্যবিল নিয়ে সন্দিহান।
প্রতিবেদনটি প্রকাশের অনেক আগেই অনেক রিপাবলিকান এই বিল নিয়ে শঙ্কিত ছিলেন। তারা জানান, এই বিলে ওবামাকেয়ারের অনেক কিছুই খুব দ্রæত বাতিল হয়ে যাবে। ওবামা কেয়ারের আওতায় প্রায় ২ কোটি মানুষ স্বাস্থ্যবীমা পেতেন। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ