Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফ গার্লফ্রেন্ড

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

মাধব ঝা (অর্জুন কাপুর) বিহারের এক জমিদার পরিবারের ছেলে। ক্রীড়াবিদ কোটায় সে দিল্লির একটি কলেজে পড়ে। সেখানেই রিয়া সোমানির (শ্রদ্ধা কাপুর) সঙ্গে তার পরিচয়। ধনবান পরিবারের রিয়া অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। মাধব আবার এই দিকটিতে একেবারে অপটু, আর সেজন্যই সে রিয়ার প্রতি আকৃষ্ট হয়। রিয়া আর মাধব বাস্কেটবল ভালবাসে বলে তাদের মাঝে ঘনিষ্ঠতা হতে দেরি হয় না। রিয়া অবশ্য জানিয়ে দেয় মাধবের প্রেমিকা বা গার্লফ্রেন্ড হওয়া তার পক্ষে সম্ভব নয়। মাধবের বন্ধুরা বুঝতে পারে রিয়ার দরকার একজন সঙ্গী আর কিছু নয়। অন্যদিকে মাধব তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। বন্ধুদের কথা কানেই তোলে না সে। একদিন মাধব ওপর জোর খাটাবার চেষ্টা করলে রিয়ার রুম থেকে বেরিয়ে যায় এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং কলেজ ছেড়ে দেয়। এরপরই সে এক প্রবাসীকে বিয়ে করে ফেলে। কয়েক বছর পর আবার তাদের দেখা হয়। রিয়া কি মাধবের সঙ্গে আবার সম্পর্কে জড়াবে?
বলিউড শীর্ষ পাঁচ
১। হাফ গার্লফ্রেন্ড ২। হিন্দি মিডিয়াম ৩। মেরি পেয়ারি বিন্দু ৪। সরকার থ্রি ৫। বাহুবলি টু : দ্য কনক্লুশন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ