প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পপি ঈদের একটি নাটকে অভিনয় করছেন। আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচারের জন্য কায়সার আহমেদের পরিচালিত নাটকটির নাম মেন্টাল। এটি রচনা করেছেন আপন হাসান। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। পপি বলেন, ‘শুধুমাত্র ঈদ এলেই আমি বিশেষ বিশেষ নাটকে কাজ করি। মেন্টাল নাটকের গল্প বলার ধরন এবং আমার চরিত্রটি ভীষণ ভালো লাগায় কাজটি করছি। এর আগেও হাসান জাহাঙ্গীরের সঙ্গে তিনটি নাটক-টেলিফিল্মে কাজ করেছি। এটি আমাদের চতুর্থ কাজ। অন্যদিকে কায়সার ভাইয়ের নির্দেশনাতেও তিন বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। সবমিলিয়ে ইউনিট আমার বেশ পরিচিত। যে কারণে বেশ আন্তরিকতা নিয়েই কাজটি করছি। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ হাসান জাহাঙ্গীর বলেন, ‘পপির সঙ্গে এটি আমার এবারের ঈদের চমক হিসেবে দর্শককে উপহার দিতে যাচ্ছি। আমার নাটকের গল্পে সবসময়ই দর্শকের জন্য চমক থাকে। এই নাটকেও ঠিক তাই আছে। পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেত্রী। যে কারণে তারসঙ্গে অভিনয় করার সময় অভিনয়টা আমি দারুণ উপভোগ করি। যেহেতু আগে আমরা একসঙ্গে কাজ করেছি। সে কারণে আমাদের কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। আশা করি, খুব ভালো একটি কাজ হবে এটি।’ উল্লেখ্য গত ৫ মে’র চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পপি কার্যকরী সদস্য হিসেবে জয়লাভ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।