রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা : কয়রায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনার কয়রা উপজেলার চান্নির চক এলসি কলেজিয়েট স্কুলে। জানা গেছে, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর চান্নির চক এলসি কলেজিয়েট স্কুলে নি¤œমান সহকারী কম্পিউটার অপারেটর পদে ১৮জন নিয়োগ প্রত্যাশিদের মধ্যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় চান্নির চক গ্রামের হিরন্ময় সানার পুত্র দিপংকর সানাকে প্রথম স্থান দেখিয়ে নিয়োগ প্রদান করা হয়। পরের দিন ৫ সেপ্টেম্বর উক্ত নিয়োগ পরীক্ষার বিপক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত ২৮/০৯/২০১৬ ইং তারিখে কয়রা দেওয়ানী আদালতে ৯৫/১৬ নং একটি মামলা হলে কর্তৃপক্ষ গত ২৯/০৯/২০১৬ তারিখ ওই নিয়োগ ও পরীক্ষা বাতিল করেন। এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিপংকর সানা সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে কয়রা দেওয়ানী আদালতে আরও একটি মামলা দায়ের করেন। অথচ বিদ্যালয়ের বিদায়ী অধ্যক্ষ হর প্রসাদ মন্ডল তিন মাস আগে অবসরে গেলেও ওই পদে ২০১৭ সালের ১ জানুয়ারি দিপংকর সানাকে পুনঃ নিয়োগ দেখানোর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। উক্ত নিয়োগকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে গভর্নিং বডির সভাপতি, বিদায়ী অধ্যক্ষ ও কমিটির সদস্যদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব কুমার বাছাড় বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। সাবেক অধ্যক্ষ হর প্রসাদ মন্ডল বিষয়টি কৌশলে এড়িয়ে যান। গভর্নিং বডির সভাপতি রমেন্দ্রনাথ সরকার বলেন, কমিটির মতভেদের কারণে নিয়োগ বাতিল করা হয় আবার ঐক্যমতের ভিত্তিতে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।