Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘুলিয়ে রেখে পালিয়ে যায় তার স্বামী শহিদুল্লাহ সুমন। নিহত বিথি আক্তারের (২২) বাড়ী বরিশাল জেলার গৌরনদী থানার গৌড়া এলাকায়। তবে পুলিশ বিথি ও তার স্বামী সুমনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার আবুল কাসেমের ভাড়া দেয়া বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ জানান, এক সন্তানের জননী বিথিকে গলা টিপে হত্যার পর লাশটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় তার স্বামী পোশাক শ্রমিক শহিদুল্লাহ সুমন। প্রতিবেশীদের দেয়া খবরে ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী শহিদুল্লাহ সুমনকে আটকের চেষ্টা চলছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি। বিথির তিন বছরের একটি শিশু (ছেলে) সন্তান রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ