Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : উপজেলার বসুরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর-হলে ২০১৭ সালের এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং বিশেষ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান সমূহকে সংবর্ধনা প্রধান করা হয়। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, রংমালা দারুল সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর শাহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না প্রমুখ। সভাপতির বক্তব্যে মেয়র শিক্ষার্থীর উদ্দেশে বলেন, তোমরা আমাদের জন্য গৌরব ও অহংকার, আমরা আশা করি তোমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকমুক্ত থাকবে। এতে উপজেলার এস.এস.সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭জন শিক্ষার্থী এবং বিশেষ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়, রংমালা দারুস সুন্নাহ মাদ্রাসাকে নগদ অর্থ, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ