Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ার জেরে স্বামীকে পিটিয়ে হত্যা

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে মালয়েশিয়া ফেরৎ এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অপহরণের ২ দিন পর গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের অদূরে মধুর ছড়া খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও চোখ উপড়ানো অবস্থায় ছিল। সে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের এফ বøকের ইমাম হোসেনের ছেলে মোঃ শফিক প্রকাশ বলি (২৯), এমআরসি নং- ৪৪৯৫২। নিহতের ভাই মোহাম্মদ হাসান কালু জানান, তার ভাই মালয়েশিয়া থাকাকালীন মোবাইল ফোনে স্ত্রী লাইলা বেগমের সাথে মনোমালিন্য হওয়ায় তড়িগড়ি করে গত ১৭ মে কুতুপালং রোহিঙ্গা শিবিরে ফেরত আসেন। সে আরো জানায়, তার ভাই মালয়েশিয়া অবস্থানকালে স্ত্রী লাইলা বেগম এর সাথে পাশ্ববর্তী শেডের জনৈক কবির আহমদের ছেলে করিম উল্লাহর পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ খবর পেয়ে তার ভাই মো: শফিক মালয়েশিয়া থেকে ফেরৎ আসেন। কুতুপালং ক্যাম্প কমিটির চেয়ারম্যান আবদুর রহিম জানান, মোঃ শফিক প্রকাশ বলিকে গত ২ দিন আগে স্ত্রী লাইলা বেগমের বর্তমান স্বামী করিম উল্লাহ সহ আরো কয়েকজন মিলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে পিটিয়ে হত্যা করে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুরছড়া খালের মুখ এলাকায় ফেলে দেয়। খবর পেয়ে ক্যাম্প পুলিশের ইনচার্জ সাখাওয়াত ও জাহাঙ্গীর এর মাধ্যমে উখিয়া থানা পুলিশকে খবর দিলে এসআই মিন্টন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ