Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষে বাড়ীঘর ভাঙচুর আহত ৫

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাসনাভিটা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলো হাসভিটা গ্রামের গফুর মন্ডলের ছেলে রবিউল, বানাত আলীর ছেলে সেলিম, আলিম, হাবিবুর রহমানের ছেলে আজম ও রাশেদের স্ত্রী আমেনা খাতুন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ৩টি বাড়ীঘর। গ্রামবাসী জানায়, হাসনাভিটা গ্রামে সামাজিক মাতব্বর আওয়ামী লীগ নেতা সরোয়ার ও খালেকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও দেশীয় তৈরি অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাসনাভিটা গ্রামের সাহেব আলী, মকুল ও জিকুলের বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সরোয়ার পৌর মেয়র প্রার্থী ও আ.লীগ নেতা তৈয়ুবুর রহমান খানের সমর্থক ও আব্দুল খালেক বর্তমান মেয়র ও পৌর আ.লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের কর্মী। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেউ মামলা করতে আসেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ