রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে একটি অসহায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানীমূলক অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলার ভয়ে পুরুষরা পালিয়ে বেড়ানোর কারণে ওই পরিবারের নারী ও শিশুরা মানবেতর জীবন যাপন করছে। অভিযোগে জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামের নুর আলমের সাথে একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র এমদাদুল হকের দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। এই বিবাদের জের ধরে নুর আলম ও তার স্ত্রী আছিরন বেগম এমদাদুলের পরিবারকে পুনরায় মামলায় ফাসানোর সুযোগ খুজতে থাকে। এক পর্যায়ে গত ১৪-০৫-২০১৭ ইং নুর আলমের কন্যা রোকসানা আক্তার তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে এমদাদুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন নুর আলমের স্ত্রী আছিরন বেগম। প্রত্যক্ষদর্শী ওই গ্রামের সাহাব উদ্দিন, শিমুল মিয়া, জাইদুল হক ও সাহেরা খাতুন জানান, ওই দিন খালিশা কোটাল গ্রামের আজিজ মিয়ার ছেলে অটোরিক্সা চালক মমিন ওরফে টরটরুকে রোকসানার কাছে পাঠায় তার প্রেমিক। অটোরিক্সা বাড়িতে যাওয়ার পর রোকসানা ব্যাগ নিয়ে অটোচালকের সাথে যেতে প্রস্তুত হলে রোকসানার মা টানাহেচরা করে ব্যাগসহ তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সুযোগ বুঝে আবারও পালিয়ে যায় রোকসানা। মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র চার দিন আছিরন বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় এমদাদুল হক, তার ছোটভাই দুদুল, আশাদুল, বড় ভাই দুলু মিয়া এবং শ্যালক আশরাফুলকে আসামী করে অপহরন মামলা দায়ের করে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলছে উভয় পরিবারকে মেয়ে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। মেয়েটি উদ্ধার হলে সত্য মিথা জানা যাবে। মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান, অটোচালক মমিন মিয়ার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলা তদন্তনাধীন আছে তদন্ত শেষে সত্য মিথ্যা বেরিয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।