Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র, বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার সিদ্ধিরগঞ্জে জেএমবির ৪ সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সারোয়ার তামিম গ্রæপের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, উল্লেখযোগ্য পরিমান বিস্ফোরক দ্রব্য, জঙ্গীবাদী বই ও লিফলেটসহ জঙ্গী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শায়েখ আবু ইউশা মোহাম্মদ আব্দুল্লাহ@ ইমন, রাজশাহী জেলার আনোয়ার হোসেন, বরগুনা জেলার মো: মাহবুবুর রহমান@নাজমুল @উকিল @রেশান, বরিশাল জেলার কউসার সিকদার@কাউছার বিন আব্দুল আলিম @মাসুদ@শুভ। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক কামরুল হাসান (পিএসসি) জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি‘র (সারোয়ার-তামিম গ্রæপের) সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিষ্ফোরক মজুদ করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ