Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : বন্দরের মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ানবাগ, ৪নং ওয়ার্ডের কলাবাড়ি ও ছোটবাগ, ৫নং ওয়ার্ডের মদনপুর স্ট্যান্ড ও চাঁনপুর সহ আশেপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় এসব কুকুরের অবাধ বিচরণ নিয়ে জনমনে শঙ্কার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে স্কুলগামী শিশুদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার তত্ত¡াবধানে দীর্ঘদিন বেওয়ারিশ কুকুর নিধনের কার্যক্রম বন্ধ থাকায় কুকুরের উপদ্রব বেড়ে গেছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়ানবাগ এলাকার দলিল লিখক এস এম সোলায়মান গণমাধ্যমকে জানান, বাড়ির আঙ্গিনায়, দোকানপাটে, বাড়ি থেকে বের হওয়ার পথে, লোকালয়ে ও বাজারে যে কোন সময় কুকুর কর্তৃক আক্রান্ত হওয়ার ভয়ে উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে আমরা চলাফেরা করছি। রাতে দল বেধে অনেকগুলো কুকুর একসাথে জড়ো হয়ে বাড়ির আঙ্গিনায় ও রাস্তায় দৌঁড়াদৌড়ি করে এবং ঘেউ ঘেউ শব্দে প্রায় সময়ই বাসায় ঠিকমত ঘুমানো যায় না। শিশুরা ভয় নিয়ে স্কুল ও মাদ্রাসায় গমন করছে। কুকুরের ভয়ে অত্র এলাকার শিশুরা স্কুলে যেতে চাচ্ছেনা বলেও জানিয়েছেন এরাকাবাসী। এ বিষয়ে মদনপুর ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার তাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান ‘অভিযোগটি সত্য। আমার কাছে কয়েকজন এ বিষয়ে অভিযোগ করেছেন। আমরা অতিসত্তর বিষয়টি বন্দর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে অবহিত করব, যাতে তিনি একটি কার্যকর ব্যবস্থা নেন’। উল্লেখ্য, বিগত সময়গুলোতে উপজেলা প্রশাসন কর্তৃক জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ জায়গাগুলোতে কুকুরের দেহে “রেবিস” বা “জলাতঙ্ক” প্রজনন নিষ্ক্রিয় করণের লক্ষ্যে অভিযান চলতে দেখা গেলেও, বর্তমানে না দেখায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল এবং মদনপুর সহ আশপাশের এলাকাগুলো থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ