বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রাম থেকে গতকাল বুধবার ভোরে তিন’শ বোতল ফেনসিডিলসহ রহমান মন্ডল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। মাদক ব্যবসায়ী রহমান মন্ডল মহশেপুর উপজেলার গোপালপুর গ্রামের দুধচাদ মন্ডলের ছেলে। এ সময় একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাফ্ফর ওরফে জাফর নামে আরেক মাদক ব্যবাসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ দাউদ হোসেন জানান, মহেশপুর উপজেলার যাদবপুর ডিপিজি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডিবি পুলিশ টহলে ছিল। এ সময় দুই মাদক ব্যবসায়ী বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। ডিবি পুলিশ তাদের ধাওয়া করলে রহমান মন্ডল ফেনসিডিলসহ আটক হয়। তার সহযোগী মোজাফ্ফর ওরফে জাফর পালিয়ে যায়।
জামায়াত কর্মীসহ আটক ৫৩
এদিকে, ঝিনাইদহে বিশেষ অভিযানে এক জামায়াত কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানায়, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ৬ জন, মহেশপুর থেকে ১১ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।