Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের শহীদনগরে ভাগিনার ঘুষিতে মামা নিহত

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগরে ভাগিনার ঘুষিতে মামা আব্দুল খালেক (৬০) নিহত হয়েছেন। গত মঙ্গলবার ২৩ মে রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ভাগ্নে রাসেলকে (২৫) গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সঙ্গে তার ভাগিনা রাসেলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামা খালেকের সঙ্গে মঙ্গলবার রাতে ঝগড়া বাধে। এসময় ভাগিনা রাসেলের কিল-ঘুষিতে খালেক মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ