Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনা রোধে রাডার স্থাপনের সুপারিশ

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা রোধে রাডার ও যথাস্থানে ট্রাফিক সিগন্যাল স্থাপনের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ চালক নিয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, হাইওয়ে পুলিশ নিয়োগের সুপারিশ করা হয়।
গতকাল বুধবার জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি বৈঠকে প্রকল্প বাস্তবায়নে একাধিকবার প্রকল্প পরিচালক পরিবর্তন এবং একই প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। বৈঠকে প্রকল্প বাস্তবায়নে মূল অনুমোদিত মেয়াদের তুলনায় অতিরিক্ত সময় বৃদ্ধির বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং গুণগত মান রক্ষার সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার এবং সড়ক দুর্ঘটনা রোধে দক্ষ চালক নিয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, হাইওয়ে পুলিশ নিয়োগ, যথাস্থানে ট্রাফিক সিগন্যাল ও রাডার স্থাপনের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক এবং মোঃ তাজুল ইসলাম। বিশেষ আমন্ত্রণে পরিকল্পণা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে যোগদান করেন। আইএমইডি-এর ভারপ্রাপ্ত সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ