Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকদের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিএসএমএমইউ’র শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকার সেন্ট্রাল হাসপাতালসহ সারাদেশে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ ডা. মো. আলী আসগর মোড়ল, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুর রহিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নকুল কুমার দত্ত, সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. জুলফিকার রহমান খান প্রমুখ ছাড়াও শিক্ষক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ