Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণের গোশতের দাম উত্তরেও কার্যকর হবে

ডিএনসিসি’র মতবিনিময় সভায় গোশত ব্যবসায়ীদেরকে না ডাকার অভিযোগ

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গোশতের যে দাম নির্ধারণ করেছে তা উত্তর সিটি কর্পোরেশনেও কার্যকর থাকবে। এছাড়া রমজানে প্রতিটি কাঁচাবাজারে দৃশ্যমান স্থানে দ্রব্যমূল্যের নির্ধারিত দাম টাঙ্গাতে হবে। এদিকে ডিএনসিসি’র গতকালের মতবিনিময় সভায় গোশত ব্যবসায়ীদেরকে ডাকা হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির নেতারা।
গতকাল বুধবার দুপুরে ডিএনসিসি সভাকক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে সংস্থার বিভিন্ন কাঁচাবাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধ রাখতে ডিএনসিসির পক্ষ থেকে আহŸান জানানো হয়। কেউ এর ব্যতিক্রম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মতবিনিময় সভায় না ডাকায় ডিএনসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির নেতারা। সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম বলন, প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম ডিএনসিসির একমাত্র স্থায়ী পশুরহাট গাবতলী হাটের ইজারা দুর্নীতিতে জড়িত। এই হাটে গোশত ব্যবসায়ীদের জিম্মি করে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। বারবার অভিযোগ করেও সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি আরও অভিযোগ করে বলেন, জবাবদিহিতার ভয়ে ডিএনসিসি মতবিনিময় সভায় গোশত ব্যবসায়ীদের ডাকা হয়নি।
ডিএনসিসির গতকাল বুধবারের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি কাঁচাবাজারে দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যতালিকা টাঙ্গাতে হবে। ইতোপূর্বে দক্ষিণ সিটি কর্পোরেশন গোশত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে দাম নির্ধারণ কওে দেয়া হয়েছে তা উত্তর সিটিতেও কার্যকর হবে বলে জানানো হয। ব্যবসায়ীদের নিজ উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
এছাড়া খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের বিরুদ্ধে এবং দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। পাশাপাশি ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের টিমও রমজানে সক্রিয় থাকবে এবং মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে রোজা শুরুর আগেই মসজিদগুলো পরিষ্কার ও আশপাশে মশার ওষুধ প্রয়োগ করবে।
সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ডিএনসিসির প্রকৌশল বিভাগ রমজান মাসে নতুন করে আর রাস্তা কাটার অনুমতি দেবে না এবং চলমান কাজ আগামী ১০ দিনের মধ্যে শেষ করে জনসাধারণের চলাচল নির্বিঘœ করবে বলে জানানো হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ পুরো সামর্থ্য নিয়ে প্রতিদিন বর্জ্য পরিবহন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা দ্রব্যমূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রæতি দেন। পাশাপাশি খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ থেকে বিরত থাকাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এসএম এম সালেহ ভূঁইয়া, সচিব দুলাল কৃষ্ণ সাহা, প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল সেলিম মাহামুদ, আইন কর্মকর্তা এস এম মাসুদুল হকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ