Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপন অনুষ্ঠানে ৬টি স্কুলের সাফল্য অর্জন

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ)উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপন অনুষ্ঠানে ৬টি স্কুল সাফল্য অর্জন করেছে। গত সোমবার উপজেলার নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মেরী দেবারতি এসএসআর এ সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটালীপাড়া শেখ লুৎফররহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালা, বিশেষ অতিথি হিসাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কলেজ শিক্ষক অমিও বিশ্বাস, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেলের শিক্ষক আঃছত্তার মোল্লা, উপজেলা নির্বাহী ফিসারের একান্তসহ কারী রুমান সিকদার, অফিস সুপারেনটেন্ড মোঃ বদিউজ্জামান উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ১১০টি প্রকল্প প্রদর্শন করে, এদের মধ্যে নারিকেল বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী পপি হাজরা,কটিবাড়ী একটি খামার প্রকল্পের উপর প্রথম, পূর্বকাটালী পাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ৯ম শ্রেণির শিক্ষার্থী শুভ্রদেব বিশ্বাস বিদ্যুৎ বিহীন ফ্রিজের উপর দ্বিতীয় এবং কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেলের দশম শ্রেণির শিক্ষার্থী লিনারতœ উপজেলা ভিত্তিক আধুনিক প্রকল্পের উপর তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে বিজ্ঞানঅলিম্পিয়ার প্রতিযোগিতায় ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলটের শিক্ষার্থী শুভেন্দু পান্ডে প্রথম ও দশম শ্রেণির শিক্ষার্থী মিথুন বাড়ৈ দ্বিতীয় এবং কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেলের শিক্ষার্থী সামুন হোসেন তৃতীয় স্থান পেয়ে সাফল্য অর্জন করেন। এর আগে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করেন উপজেলা প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ