Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফরিদপুর ডিআইসির এইচআইভি এইডস বিষয়ক সভা

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ আমাদের সর্বপ্রথমেই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই শুধুমাত্র এইচআইভি এইডস নয় অনেক ব্যাধি থেকেই আমরা মুক্ত থাকতে পারব। পাশাপাশি আমাদের নিজেদেরই শুধুমাত্র সচেতন হলে হবে না অন্যকেও সচেতন করতে হবে। তাই লাইট হাউস যে সচেতনতার কাজ করছে সময়ের প্রেক্ষিতে তা খুবই তাৎপর্যপূণ। কথাগুলো বলছিলেন দি গেøাবাল ফান্ড প্রজেক্ট লাইট হাউস ফরিদপুর ডিআইসির আয়োজনে জেলা প্রশাসন ফরিদপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা মূলক সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামসুল আলম। তিনি আরো বলেন বিদ্যুৎ অনেক বেশী ভয়াবহ হওয়া সত্বেও আমরা সতর্ক বিধায় তা যেমন আমাদের দূর্ঘটনা ঘটায় না। ঠিক তেমনি আমরা যদি সবাই সচেতন থাকি তবে এইচআইভি এইডসও আমাদের আক্রান্ত করতে পারবে না। সভায় আরো বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর জর্জকোট জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান, এ্যাডভোকেট ও এপিপি জেস্মিন করীরসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ