Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জেডটিই-বাংলালিংকের ভার্চুয়াল এসডিএম

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জেডটিই কর্পোরেশন এবং বাংলালিংক ভার্চুয়াল এসডিএম (সাবস্ক্রাইবার ডাটা বেসড ম্যানেজমেন্ট) প্লাটফর্মের মাধ্যমে ৬০ মিলিয়ন গ্রাহকের মাইগ্রেশনের সফলতার ঘোষণা দিয়েছে। গতকাল (বুধবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভার্চুয়াল এসডিএম বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিএসডিএম প্লাটফর্ম। এটি বাংলালিংকের মূল কোম্পানি ভিয়নকে দক্ষ ডাটা ম্যানেজমেন্ট অর্জনে ও সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে। ভার্চুয়াল এসডিএম প্লাটফর্মের উন্নত ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যারকে আলাদা করতে সাহায্য করে এবং ব্যবস্থাপনা ও পরিচালন খরচ কমানো, ফাইভজি ও আইওটি-এর মতো সেবা এবং নেটওয়ার্কের ধারাবাহিক পরিবর্তন মোকাবেলা করা, সহনীয় ও সহজ পদ্ধতিতে চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক অব-দ্যা-শেলফ (সিওটিএস) হার্ডওয়্যার ব্যবহার করে। মাল্টি-নেটওয়ার্ক ও উচ্চ ক্ষমতার চাহিদা পূরণের জন্য এটি উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন মাল্টি-এনই ডাটাবেইস সমাধান ব্যবহার করে। এই অনলাইন প্রযুক্তিটি উচ্চগতির গ্রাহক সেবা নিয়ে আসবে এবং গ্রাহকরা এই ডিজিটাল পরিবর্তনের সুফল পাবে। বাংলালিংকের ৬০ মিলিয়ন গ্রাহক এই নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের সুবিধা ভোগ করবে।
বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “বাংলালিংক সত্যিকার অর্থে একটি সর্বব্যাপী ডিজিটাল সমাজ গঠনের চেষ্টা করে আসছে এবং এই লক্ষ্যে আমাদের সহযোগী প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ভার্চুয়াল এসডিএম প্লাটফর্মের সফল বাণিজ্যিকীকরণের মাধ্যমে আমরা একধাপ এগিয়ে গেলাম। এ দুটি প্রতিষ্ঠানের টিমওয়ার্ক ছিল অসাধারণ, যা গ্রাহককে শ্রেষ্ঠ নেটওয়ার্ক অভিজ্ঞতা অর্জনের দিতে আমাদেরকে সহযোগিতা করবে।
জেডটিই বাংলাদেশের সিইও ভিনসেন্ট লিউ বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে, ভিয়নের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকিতা অর্জনের জন্য আমরা শ্রেষ্ঠ সেবা ও সমাধান প্রদানের অঙ্গীকারের ধারাবাহিকতা বজায় রাখব।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ