Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার মানোন্নয়নে ২১ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষার মানোন্নয়নে ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যপী ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং (২য় ব্যাচ)’ শীর্ষক এক সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসে ১৮ থেকে ২০ মে অনুষ্ঠিত এ কোর্সে দেশের ২১টি (৫টি পাবলিক ও ১৬টি প্রাইভেট) বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অংশগ্রহণ করেন। গ্রিন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির কর্মশালার কোর্স পরিচালক ও মুখ্য ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন। ইউআইইউ ভিসি প্রফেসর ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর ডেভিড মেনার্ড, যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিশেষজ্ঞ শাহীন খান, ব্রাক ইউনিভার্সিটির ভিসি সৈয়দ সাদ আনদালিব, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইমরান রহমান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম উপস্থিত ছিলেন। ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আবদুর রব, বুয়েট প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোজাহার আলী প্রমুখ বিভিন্ন সেশন পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ