Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় মালবাহী পিকআপ উল্টে নিহত ১, আহত ৫

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১:০৫ পিএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় মালবাহী পিকআপ উল্টে একজন নিহত হয়েছে। এসময় ড্রাইভারসহ পাঁচজন আহত হয়েছে।

বুধবার ভোরে বাগড়া পাড়া শেখ জহুর উদ্দিন সিএনজি ফিলিং পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ন-১৭-১৭১৬) পিকআপটি ক্রিকেট ব্যাট বোঝাই করে ত্রিশালের নজরুল জয়ন্তী মেলায় যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি রাস্তার উপর উল্টে যায়। এতে ক্রিকেট ব্যাট ব্যবসায়ী যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার আব্দুল মতিনের ছেলে দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এসময় গাড়িতে থাকা আরও ৫জন আহন হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভরাডোরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশসহ গাড়ি ও মালামাল উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। ভরাডোরা হাইওয়ে পুলিশের আইসি এসআই জহিরুল ইসলাম উজ্জ্বল জানান চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ