Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ২

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১১:৩৬ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ধরনীপাড়ায় কাভার্ড ভ্যান চাপায় দুইজন পথচারী নিহত হয়েছে।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় হেল্পারসহ ২ জন আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ধরনীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দিয়ে উল্টে পড়ে যায়। এতে মুরাদনগর উপজেলার ধরনীপাড়ার আকবর হোসেন ও কবির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। আহতরা হচ্ছেন কবির হোসেনের ভাই মমতাজ উদ্দিন এবং অজ্ঞাত পরিচয় হেল্পার। আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ গাড়ি ও লাশগুলো উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ