বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের আল আমিন (২৭) নামে এক খণ্ডকালীন শিক্ষককে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন হোসেন জানান, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) গত সোমবার বিকেলে প্রাইভেট পড়ানোর সময় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওই বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আল আমিন।
ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে তার বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। আল আমিন দ্বারিয়াপুর গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে।
এদিকে আল আমিনের দ্রুত বিচার চেয়ে বুধবার সকালে রাধানগর বাজারে মানববন্ধনের ডাক দিয়েছে এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।