Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১০:৫১ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ত্রিশালের বাগান এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফুল আলম ওরফে শন্তু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে ডাকাতদলের সদস্য।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

এসময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশালের বাগান এলাকায় তারা অভিযান চালায়। এ সময় ওই দলটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা। এতে পুলিশের ২ সদস্য আহত হন। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আশরাফুল আলম ওরফে শন্তু নিহত হয়। ঘটনাস্থল থেকে আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ