Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বখাটেদের হামলায় আহত স্কুলছাত্রের মৃত্যু

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাঁচানো গেলনা স্কুল ছাত্র মোঃ ইসমাইল গণিকে (১৪)। টানা চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল মঙ্গলবার বিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গত শুক্রবার কোচিং থেকে ফেরার পথে নগরীর বাকলিয়া জামাই বাজার এলাকায় বখাটেদের হামলায় গুরুতর আহত হয় ইসমাইল। সে বাকলিয়ার জুলেখা আমিনুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ইসমাইলের বাবা জসীম উদ্দিন বলেন, কয়েকদিন আগে ক্রিকেট খেলা নিয়ে ইসমাইল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিছু বখাটে যুবকের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফেরার পথে জামাই বাজার এলাকায় ওই যুবকরা ইসমাইলকে পিটিয়ে আহত করে।
আহত ইসমাইলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে লাইফ সাপোর্ট দেওয়ার জায়গা খালি না থাকায় বেসরকারি ডেল্টা হাসপাতালে করা হয়। ছেলেকে মারপিটের পরদিন তার মা ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনার পর থেকে অভিযান চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরতে অভিযান চলছে। ইসমাইলের মা দন্ডবিধির ৩২৫ ও ৩২৬ ধারায় মামলটি করেছিলেন। এখন মামলায় ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ