Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ৯ জনের প্রতি রুল জারি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহের একটি হাট রক্ষায় চৌগাছার অবৈধ পশুহাট উচ্ছেদের নির্দেশ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়োপাড়া বাজারের একটি ঐতিহ্যবাহী পুরানো পশুর হাট রক্ষায় হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ৯ জনের প্রতি রুল জারী করেছেন। হাই কোর্টের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আদেশ কর্যকরের নির্দেশ দিয়েছেন। নির্দেশে পুড়োপাড়ার হাটকে ক্ষতিগ্রস্থ করতে চৌগাছা পৌরসভার মধ্যে বসানো অবৈধ পশুর হাটটি উচ্ছেদ করতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব, সমবায় সচিব, ভুমি মন্ত্রনায়ের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার, যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌগাছা থানা ও অবৈধ হাটের ইজারাদার দেওয়ান ডাবলুর উপর রুল জারি করেছেন। পুড়োপাড়া হাটের ইজারাদার ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার ওয়াহিদ সাদিক লুইসের এক রিট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্টের বিচারক বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত বেঞ্চ গত ৮ই মে এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট উজ্জল হোসেন এবং অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। গতকাল মঙ্গলবার আদালতের আদেশের কপি যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চৌগাছা ইউএনওর দপ্তরে পৌছে দেওয়া হয়েছে বলে জানান রিটকারী ওয়াহিদ সাদিক লুইস। তিনি আরো জানান, চলতি বছরের ২৩ ফেব্রæয়ারি মহেশপুর উপজেলার পুড়োপাড়া বাজারের পশুর হাটের টেন্ডারের আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান। এরপর ১ কোটি ৪১ লক্ষ ৫৬ হাজার ২৫০ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসাবে ১ বছরের জন্য হাটটি আমাকে উজারা দেওয়া হয়। কিন্তু টেন্ডারে টিকতে না পেরে প্রতিপক্ষ চৌগাছার আনোয়ারুল ইকবাল দেওয়ান ডাবলু নামে এক ব্যক্তি পুড়োপাড়া বাজারের সন্নিকটে চৌগাছা সীমানার মধ্যে অবৈধ ভাবে আরেকটি পশুর হাট বসিয়ে আমার ইজারা নেওয়া হাটকে ক্ষতিগ্রস্থ করতে থাকেন। তিনি অভিযোগ করেন, চৌগাছা পৌরসভার মেয়রের ছত্রছায়ায় উপজেলা প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে বেআইনীভাবে এই পশুহাট বসিয়ে টাকা ভাগাভাগি করে নিচ্ছেন। নতুন হাট বসাতে যে নীতিমালা আছে তাও অনুসরণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, চৌগাছার ইউএনও নার্গিস বেগম যশোরের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে হাট উচ্ছেদের ভুল তথ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু চৌগাছা পৌর এলাকায় বসানো অবৈধ হাটটি পুড়োপাড়া হাটের দিনের সাথে সঙ্গতি রেখে প্রতি রবি ও বৃহস্পতিবার চালিয়ে যাচ্ছেন। এতে পুড়োপাড়া হাটে পশুর আমদানী কমে হাটটি উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন যশোরের জেলা প্রশাসক ও চৌগাছার ইউএনওর সাথে কথা বলেছেন বলে ইজারাদার ওয়াহিদ সাদিক লুইস জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ