বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা আ.লীগ সভাপতি আজম জয়ী
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা: বগুড়ার গাবতলীতে জেলা পরিষদের সাধারণ সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ.এইচ আজম খান টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ৯৭ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা যুবলীগ সভাপতি নজরুল ইসলাম বিটুল (উট মার্কা) পেয়েছেন ৪৬ভোট। গতকাল সকাল ৯টা হতে একটানা দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১’শ ৫৮জন ভোটারের মধ্যে ১’শ ৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও ১৩টি ভোট বাতিল ঘোষনা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর এ কে এম আজিজুল বারী। উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন জানান, ২০১৬ ইং সালের ২৮ শে ডিসেম্বরে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু রীট করায় আদালতের নির্দেশক্রমে ভোটগ্রহণের একদিন আগে চেয়ারম্যান ও সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। তবে সংরক্ষিত আসনে যথারীতি ভোটগ্রহণ হওয়ায় শিবগঞ্জ এলাকার ছামসুন্নাহার আকতার বানু হরিণ মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হন। পরবর্তীতে চলতি বছরের ২৫শে এপ্রিল আদালতের নির্দেশে শুধুমাত্র চেয়ারম্যান পদে পুনরায় ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষনা করা হয়। রীট করায় আবারো আদালতের নির্দেশে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ দ্বিতীয় বারের মতো স্থগিত হয়ে যায়। তবে আদালতের নির্দেশে গতকাল ২৩শে মে শুধু সাধারণ সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।