বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য-প্রাপ্তির অধিকার নিশ্চিত করেছে। এজন্য দক্ষ ও কার্যকর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার জন্য নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের অধীন ৬৪টি জেলা ও ৬টি মেট্রোপলিটন এলাকার জন্য বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হয়েছে। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূতি উপলক্ষে ভেজালমুক্ত ও পরিবেশ সম্মত দেশ গঠন বিষয়ক এক আলোচনা সভা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান মোল্লা এমপি, সানজিদা খানম এমপি, সংগঠনের নেতা হাজী মোজাফফর হোসেন ও আবুল কালাম আজাদ। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নে সরকারের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পরিকল্পিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।