Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুদ্র মাছ চাষিদের ক্ষমতায়নে কর্মশালা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : এশিয়ার ক্ষুদ্র কৃষক সমিতিকে শক্তিশালীকরণ, ক্ষমতায়ন এবং টেকসই করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বাংলাদেশ শ্রিম্প ও ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) যৌথভাবে সম্প্রতি এই কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন মৎস্য বিভাগের পরিচালক সৈয়দ আরিফ আজাদ। বিএসএসএফ’র চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক কর্মশালা পরিচালনা করেন। আলোচকরা এশিয়ার ক্ষুদ্র মাছচাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। তাদেরমতে ক্ষুদ্র মাছচাষীরা দেশের জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টরের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং পুষ্টির চাহিদা ও দারিদ্র বিমোচন সংকান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
ছোট মাছচাষীদের কাজের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে তাদের এগিয়ে যেতে হয়, জাতীয় অর্থনীতিতে এবং তাদের ব্যাক্তিগত অর্থনৈতিক উন্নয়নে যার ক্ষতিকর প্রভাব পড়ে। তাদের জন্য কাজ করতে পারে এমন কার্যকরী সংগঠন ছোট মাছ চাষীদের ব্যাপক অর্থে লাভবান করতে পারে। যাতে এশিয়ার বিভিন্ন দেশে মাছ চাষীদের সহায়তায় এরকম সংগঠন গড়ে তোলা ও এদেও ক্ষমতায়নের জন্য উদ্যোগ সার্বিকভাবে সহায়ক হবে ।
ফিলিপাইন, শ্রীলংকা, ভিয়েতনাম এবং কাজাগিস্তান থেকে গবেষকরা তাদের গবেষণায় ক্ষুদ্র খামারিদের সাফল্যের সহায়ক অনুঘটকগুলো তুলে ধরেছেন। ছোট কৃষক সমিতি টেকসইয়ে তারা দৃঢ সংগঠন এবং ব্যবস্থাপনা ইস্যুর উপর গুরুত্ব আরোপ করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারী সকলে এই ঐক্যমতে পৌছেছেন যে আঞ্চলিক সহায়তায় এ ধরনের সংগঠনগুলোকে উৎসাহিত ও টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশে মৎস্য ও অ্যাকুয়াকালচার খাতের সাম্প্রতিক অর্জনগুলো কর্মশালায় উপস্থাপনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ