Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় শাবানাঃ দুই দশক পর আজ এফডিসিতে যাবেন

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র থেকে শাবানা বিদায় নিয়েছেন প্রায় দুই দশক হতে চলল। বিদায় নেয়ার পর তিনি চলচ্চিত্রের সাথে নিজেকে সংশ্লিষ্ট তো রাখেইনি, এমনকি চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেননি। বিদায় নিয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মাঝে মাঝে নীরবে দেশে এলেও, নীরবেই চলে যান। চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার পর তার এক সময়ের কর্মস্থল এফডিসিতে তিনি যাননি বলেই চলে। তবে দীর্ঘ প্রায় দুই দশক পর তিনি এফডিসিতে আসছেন। এমনটা জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, ২৫ মে বাংলাদেশ পরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভ‚মিতে নির্মিত প্রথম সিনেমা ওরা ১১ জন-এর কলাকুশলীদের সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে হাজির হবেন সিনেমাটিতে অভিনয় করা শাবানা। তিনি জানান, গত সোমবার ঢাকায় এসেছেন শাবানা। তিনি মাসখানেক দেশে থাকবেন। এদিকে সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে ফেরদৌসী রহমানের সাথে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। ধারণা করা হচ্ছে. পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি।



 

Show all comments
  • আশিক ২৪ মে, ২০১৭, ৩:৫৪ এএম says : 0
    আর চলচ্চিত্রে না ফিরলেও পারতেন।
    Total Reply(0) Reply
  • ২৪ মে, ২০১৭, ৭:৩৭ এএম says : 0
    তিনি অনেক ভাল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ