প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো নজরুল সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। এতে তার সঙ্গে আছেন ছন্দা চক্রবর্ত্তী। দ্বৈত কণ্ঠের নজরুল সংগীতের এ অ্যালবামের নাম মোরা ছিনু একেলা। আজ অ্যালবামটি প্রকাশ করা হবে। সুবীর নন্দী বলেন, ১৯৬৭ সালে আমি ও আমার ভাই বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে তালিকাভ‚ক্ত হই। তখন নজরুলসংগীত ও আধুনিক গান গাইতাম। নতুন যে অ্যালবামটি করলাম, এটা বলা যায় সেই পুরনো ভালোবাসা ও ঋণ শোধ করার প্রয়াস। আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গবেষক-অধ্যাপক রফিকুল ইসলাম, সংগীতজ্ঞ সুধীন দাস, খিলখিল কাজীসহ অনেকে। সুবীর নন্দী জানালেন, অ্যালবামের সমন্বয় করেছেন ছন্দা চক্রবর্ত্তী। এতে গান থাকছে ১০টি। সুধীন দাসের স্বরলিপিতে এর সংগীত করেছেন বদরুল আলম বকুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।